দিলোয়ার হোসেন ছাতক প্রতিনিধিঃ
রায়সন্তোষপুর লতিফিয়া ক্বারী সমিতি কর্তৃক আয়োজিত ইসলামিক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয় আজ ১৭ ডিসেম্বর ২৪ইং,রোজ মঙ্গলবার, বাদ এশা,রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,উদ্বোধকের বক্তব্য রাখেন ছাতক উপজেলা আল ইসলাহ’র প্রতিষ্টাতা সভাপতি হাফিজ কারী আব্দুল গফফার আল হাসান।
মাওঃ মুহাম্মদ ইসলাম উদ্দিন ও হাঃ মামুনুর রাশীদ ও হাঃ সালেহ আহমদ এর যৌথ পরিচালনায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বোহা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুখতার আহমেদ,উপজেলা আল ইসলাহ সভাপতি মাওঃ মুফতি আব্দুস সালাম,মাওঃকাজী আব্দুস শাকুর,মাওঃ রেজাউল করিম রেজা, জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাংবাদিক রেজাউল করিম,মোঃ নানু মিয়া মেম্বার, যুবদল নেতা আলেকুর রহমান আলেক, রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাঃ ফখরুল ইসলাম,রায়সন্তোষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হাবিবুর রহমান,বিশিষ্ট মুরব্বি হাজী সিরাজুল রহমান,মাওঃ আতিকুর রহমান, মোঃ ফরিদ আহমদ,রামদ্বানুল হক,ইমাদ উদ্দিন,হাঃ তাজ উদ্দিন,সাজিদুল রহমান, মাদ্রাসার সহকারী শিক্ষক হাঃ আব্দুল মান্নান লাভলু হাঃ আবু সালেহ প্রমুখ।
যাদের কন্ঠে গজল পরিবেশ হয়েছিল,মাওঃ আবুল ফজল ত্বোহা,হাঃ আশরাফ আলী,অনুরাগ শিল্পী গোষ্ঠী, আল হেরা শিল্পী গোষ্ঠী, আহমদিয়া শিল্পী গোষ্ঠী, শানে মোস্তফা শিল্পী গোষ্ঠী, হাবিবিয়া শিল্পী গোষ্ঠী,।
পরবর্তীতে সকল শিল্পী গানের ইসলামী সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।