ডেক্স রিপোর্টঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজাম্মান বাবর কারা মুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন।বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২ টায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সিনিয়র জেল সুপার সুমাইয়া আক্তার।তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুরজাম্মান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।
২০০৭ সালে ২৮ শে মে আটক হনলুৎফুজ্জামান বাবার। এরপর বিভিন্ন মামলায় তার দন্ড হয়। তবে গত ও ছাত্র জনতা অভ্যন্তরে আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষ একে একে খেলাস পান তিনি।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ১৫ফেব্রুয়ারি ১৯৯৬সালের ষষ্ঠ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল প্রার্থী হিসেবে নেত্রকোনা -৪আসন থেকে সংসদ নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।