মোঃ আজাদ,নিজস্ব প্রতিনিধি:
দৈনিক জনপদের নিউজঃভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বোরহান উদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।তাদেরকে স্থানীয় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
আজ (৫ফেব্রুয়ারি)বুধবার দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বোরহান উদ্দিন থানার পুলিশ সূত্রে জানা যায়,ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নাবিল নূর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস প্রিন্স অফ লাবিলা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত২০থেকে ২৫ জন যাত্রী আহত হন। এ সময় প্রিন্স অফ লাভিলা নামের বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস ও বোরহান উদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রহমান জানান,বাস দুটি মুখোমুখি সংঘর্ষে কম থেকে ২০থেকে ৩৫ জন আহত হয়েছে। তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অফ লাবিবা বাসে আর কোন জাতি আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। সেজন্য বাসটি ট্রেনে উপরে তোলা সময় সাপেক্ষ।