ঝালকাঠি প্রতিনিধি,,,,ঝালকাঠির রাজাপুরে ১শ পিস ইয়াবাসহ পেশাদার দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত (১৬ এপ্রিল) বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নৈকাঠি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ইন্দ্রপাশা এলাকার রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩০) ও জগইরহাট এলাকার আ. আউয়াল হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার (৩৮)। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মক্কা-মদিনা স্পেশাল বেকারীর সামনে থেকে তরিকুল ও আরিফকে আটক করা হয়। এসময় তরিকুলের কাছ থেকে ৮০পিস ও আরিফের কাছ থেকে ২০পিস, মোট ১শ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।