শার্শা, যশোর, প্রতিনিধি,, ২০২৪/২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট মৎস্য অধিদপ্তর অংশ এর আওতায় শার্শা উপজেলার মৎস্য অফিসারের কার্যালয়ে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রযুক্তিতে উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজীব হাসান। তিনি মৎস চাষীদের হাতে বিনামূল্যে পাঁচ প্রকার মাছ কাপ মিক্স,উন্নত জাতের তেলাপিয়া,সিংহ মাছ, পাঙ্গাস মাছ ও গুলশা টেংরা এর সাথে আরো প্রত্যেক চাষীর জন্য খৈল ৫০ কেজি চুন ২০ কেজি টিএসপি ৪০ কেজি মাছের খাবারের জন্য চাষীর জন্য ১০ বস্তা খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য ও কর্মকর্তা পলাশ বালা সহ উপজেলা অন্যান্য কর্মকর্তা বৃন্দ। মৎস্য চাষিরা সরকারের এই প্রণোদন পেয়ে তারা মাছ চাষে অনেক আগ্রহ প্রকাশ করেন এবং অনেক লাভবান হওয়া স্বপ্ন দেখছেন শার্শা উপজেলার মৎস্য চাষীরা।