1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুকুর খনন করে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক কেশিয়ারের বিরুদ্ধে। পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা ভোলায় মেডিকেল কলেজ স্থাপন,ভোলা-বরিশাল সেতু ও ভোলার গ্যাস ভোলায় চাই ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বাসীর মানববন্ধ চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের প্রকৌশলী সাইদ নিহত মুরাদনগরে পিতার ঘোষণাপত্র: সন্তান নাঈম সরকারের সাথে সম্পর্ক ছিন্ন “২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার।

মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ রাকিব হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক।

নিহতরা হলেন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) এবং আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)। তারা দুজনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকেরা পাকা ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এ সময় বজ্রপাত হলে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন। সাথে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও নিহতদের স্বজনেরা ছুটে আসেন। পুরো এলাকায় নেমে আসে শোকের মাতম। বিশেষ করে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়ার পরিবারে চলছে আহাজারি। তাদের মৃত্যুতে পরিবারগুলোর আর্থিক অনিশ্চয়তার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে কৃষি কাজের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে মুরাদনগরের বিভিন্ন এলাকায় ধান কাটার মৌসুম চলছে। এই সময় কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে থাকেন। আবহাওয়াবিদরা বজ্রঝড়ের আশঙ্কা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট