রাজশাহী জেলা প্রতিনিধি,,,রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বারো রাস্তার মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।এ সময় বিক্ষোভকারীরা সড়ক খুঁড়ে ফেলে এবং পরে সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ চালিয়ে যান। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
স্থানীয়রা বলেন, ওই এলাকায় গোলচত্বর না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই সেখানে একটি গোলচত্বর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী, কাটাখালির রণহাটি এলাকার আশরাফুল, গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভে নামেন।
এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।